1000+ ধাঁধা উত্তর সহ ছবি | ধাঁধা | দুষ্ট মিষ্টি,কঠিন,বুদ্ধির,ভালোবাসার,অংকের,বাচ্ছাদের ধাঁধা উত্তর সহ

1000+ ধাঁধা উত্তর সহ ছবি | ধাঁধা | দুষ্ট মিষ্টি,কঠিন,বুদ্ধির,ভালোবাসার,অংকের,বাচ্ছাদের ধাঁধা উত্তর সহ


সম্মানিত পাঠকবৃন্দ আজকে আমরা এই নিবন্ধে তোমাদের ধাঁধা,ধাঁধা উত্তর সহ ছবি,ধাঁধা উত্তর সহ ১৮+,নোংরা ধাঁধা উত্তর সহ,দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ,কঠিন ধাঁধা উত্তর সহ,ভালোবাসার ধাঁধা উত্তর সহ,হট ধাঁধা উত্তর সহ,বুদ্ধির ধাঁধা উত্তর সহ,অংকের ধাঁধা উত্তর সহ,বাচ্চাদের ধাঁধা উত্তর সহ শেয়ার করবো। আসা করি তোমাদের ভালো লাগবে। 


ধাঁধা উত্তর সহ ছবি

** এ কোন ব্যাটা শয়তান, থাকে বসে ধরে কান।


 উঃ—চশমা।


 ** এপার ঝাটি, ওপার ঝাটি। ঝাটিতে করে, পিটা পিটি।


 উঃ—চোখের পাতা।


 ** এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়, যা দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়। প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয়, শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয়।


 উঃ—বাতাস।


 ** এমন কোন স্থান আছে, দেখতে যেখা পাই, মাকেদাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু খুঁজলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এতো ভাবে!


 উঃ—অভিনয় মঞ্চ।


 ** এমন কোন বস্তু আছে যে ধরায়, না চাইতেই তা সর্বলোকে পায়।


 উঃ—মৃত্যু।


 ** এমন রক প্রাণি বের করো তো খুঁজে, সর্বদাই সে হেটে বেড়ায় চোখ না ছুঁজে।


 উঃ—মাছি।


 ** এমন এক প্রাণী আছে, ধান চাল খায়। মাইল মাইল দৌড়ে, যুদ্ধ করতে যায়।


 উঃ—ইঁদুর।


 ** এমন কি কথা আছে, শুনলে রাগ হয়। কোথাও কেউ খুঁজে পায়নি কেহ কোনদিন, তবু শোনা যায়।


 উঃ—ঘোড়ার ডিম।


 ** এমন একটি দেশের নাম বলো, যার প্রথম দুটি অক্ষরে মানুষ হলে, শেষের দুটিতে রাস্তা বোঝায়।


 উঃ—নরওয়ে।


 ** এমন একটি শহরের নাম বলো, যা খোলা নয়। কিন্তু সত্যি তা নয়, না বলতে পারলে সবে বোকা কয়।


 উঃ—ঢাকা।


 ** এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চা চিনি, দুধ পানি একটুও নেই।


 উঃ—হিরো কাপ।


 ** এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়। তিনটি তাল পড়লে তারা, সমান ভাগে পায়।


 উঃ—বাপ, ছেলে, নাতি।


 ** এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল। হীরা মানিক কভু নয়, তার সমতুল।


 উঃ—চোখ।


 ** এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে।


 উঃ—সর্দি।


 ** এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।


 উঃ—বৎসর।


 ** এক গাছে তিন তরকারী, আজব কথা বলি হাড়ি।


 উঃ—কলাগাছ।


 ** এক গাছে বহু ফল, গায়ে কাটা কাঁটা। পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা।


 উঃ—কাঠাঁল।


 ** এক সাথে সাতটা রঙ, কোথায় থাকে বলো। না পারলে বুঝবো, তুমি বিজ্ঞানে নও ভাল।


 উঃ—রংধনু।


 ** এক শালিকের তিন মাথা, দেহ মুখে আঠা। বাক্সের ভিতর ফেলি তবু, যায় দেশ বিদেশ।


 উঃ—চিঠি।


 ** এক ঘরে এক থাম। বল কি তার নাম।


 উঃ—ছাতা।

ধাঁধা উত্তর সহ ১৮+


নোংরা ধাঁধা উত্তর সহ

** আমি যখন এলাম, কেন তুমি এলে না তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে মোরে ছেড়ে গেলে।


 উঃ—দাঁত।


 ** আমি যারে আনতে গেলাম, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম।


 উঃ—বৃষ্টিও পানি।


 ** উপরে চাপ নীচে চাপ, মধ্যেখানে চেরোয় সাপ।


 উঃ—জিহ্বা।


 ** আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই।


 উঃ—চাঁদ


 ** উপর থেকে পড়ল বুড়ি রঙ্গিন জামা গায়, যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়। উঃ—তাল।


 **. আমি তুমি একজন দেখবে একই রূপ। আমি কতো কথা কই, তুমি কেন চুপ।


 উঃ—ছবি।


 ** এপারে ঢেউ, ওপারে ঢেউ মধ্যিখানে বসে আছে, বুড়া বেটার বউ।


 উঃ—শাপলা।


 ** আত্মীয়রা বসাতে পারে না ভাগ, চোরে করতে পারে না চুরি। দান করলে হয় না ক্ষয়। বলতো দেখি কোন জিনিষ হয়।


 উঃ—জ্ঞান।


 ** ইড়িং বিড়িং তিড়িং ভাই, চোখ দুটি তার মাথা নাই। আছে দুটি বাঁকা হাত, পানিতে বসে খায় ভাত ।


 উঃ—কাঁকড়া।


 ** এক গোছা দড়ি, গোছাতে না পারি।


 উঃ—রাস্তা।


 ** উপর থেকে এলে পাখি সাদা কাপড় পরে। ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে।


 উঃ—বক।


 ** উপর থেকে এলো পাখি, শন শন করে। মরা পাখী কিন্তু, ধান খায় কড়মড় করে।


 উঃ—ঢেকি।


 ** উপর হতে পড়লো বুড়ি, কাথা কম্বল লয়ে। ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়ে।


 উঃ—তাল।


 ** উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দালান বাড়ি কোঠা। ভাত শালিকে বলে গেলো, ফলের আগায় পাতা।


 উঃ—আনারস।


 **. উলটা দেশের আজব কথা, সত্য কিন্তু বটে, পেট দিয়ে সে আহার করে, মাথা দিয়ে চাঁটে।


 উঃ—গর্ভস্থ সন্তান।


 ** এমন একটা গাই আছে, যা দেই তাই খায়, পানি দিলে মরে যায়।


 উঃ—আগুন।


 ** উলটালে ধাতু হয়, সোজাতে জননী কী শব্দ হয় তাহা, বল দেখি শুনি।


 উঃ—মাতা।


 ** উড়তে পেখম বীর, ময়ূর সে নয়। মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।


 উঃ—মশা।


 ** এমন আশ্চর্যের কথা শুনেছো কি ভবে, কাউকে দিলে পরে, রাখতে তোমায় হবে?


 উউঃ—কথা।


 ** উঠান টন টন, ঘন্টায় বাড়ি। কোন ছাগলের মুখে দাঁড়ি।


 উঃ—রসুন।


দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ


** আট পা, ষোল হাটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল।


 উঃ—মাকড়সা।



 **. আকাশে আছি, বাতাসে আছি, নাই পৃথিবীতে। চাঁদ আর তারায় আছি, নাই কিন্তু সূর্যতে।


 উঃ—আঁধার।



 ** আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই পানি।


 উঃ—শিলা।



 ** আকাশে উড়ি আমি, পাখির আকারে। মাছ ধরে যাই আমি দৈত্যের রূপ ধরে।


 উঃ—বক।



 ** আকাশে নাতাসে আছি, পৃথিবীতে নেই। চাঁদ আর তারায় আছি সূর্যতে নেই।


 উঃ—আকার।



 ** আকাশে মস্তক যার পাতালে আঙ্গুল, মাথার উপর আছে এক ছাতা। প্রশারিয়া সুত যদি ভূমি হয় স্থিতি আনন্দেতে নরগণ ধায় দ্রুত গতি।


 উঃ—তাল গাছ।



 ** আগা গোড়া কাটা, চুলের জন্য সৃষ্টি।


 উঃ—চিরুনী।



 ** আকাশেতে জম্ম তার, দিবা রাতি থাকে। লোকে কিন্তু রাত্রিতে কেবল দেখে।


 উঃ—তারা।



 ** আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা, ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।


 উঃ—পান।



 ** আকাশের বড়ো উঠান, ঝাড়ু দেওয়ার নেই। এই যে ফুল ফুটে আছে, ধরবার কেউ নেই।


 উঃ—তারা।



 ** আকাশ হতে পড়ল কল, তার মধ্যে রক্ত। বলতে হবে, কি নাম তার?


 উঃ—কালোজাম।



 ** আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব।


 উঃ—কাক।



 ** আসলে নকল দেখি, মাথা কেটে সিক্ত নাকি। শেষ জোড়া দু নম্বরটা, তাই নিয়ে যায় শিকারী।


 উঃ—ভেজাল।



 ** আঘাত নয়, দেশের নাম, বলতে পারলে সম্মান।


 উঃ—ঘানা।



 ** আচার্য মহাশয় বলেন, কিন আশ্চর্য কথা! কোল কালে কে শুনেছে, ফলের আগায় পাতা।


 উঃ—আনারস।



 ** ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য কিবা সেই ফল, চট করে বল।


 উঃ—বেল।



 ** আট পায়ে চলি আমি, চার পায়ে বসি। কুমির নই, বাঘ তো নই আস্ত মানুষ কিন্তু গিলি।


 উঃ—পালকি।



 ** উপরে তা দিলে অন্ডতে হয় বাচ্চা লেজ বাদ দিলে মাথা বাঁচায় আস্থা।


 উঃ—ছাতা।



 ** আট চালা ঘর তার, একটিই খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি।


 উঃ—ছাতা।



 ** আদি স্থানে একুশ দিয়ে পাঁচ অংকের সংখ্যা ভাই। চার দিয়ে করলে গুণ উল্টে যায় সংখ্যাটাই।


 উঃ—২১৯৭৮।


কঠিন ধাঁধা উত্তর সহ


** তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে। মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।


 উঃ–বিছানা।



 ** তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস, দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ এ তিনে যাহা পাও তারে খেরে সবে, বরো দেখি কোন নামে চলি ভবে


 উঃ—বকুল ফুল।



 ** তিন অক্ষরে নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভাল


 উঃ—লাটিম।



 ** তিন বর্ণে নাম তার কে বলিতে পারে, গৃহ ছাড়া থাকে না সে সবে চিনে তারে। আদি বর্ণ ছেড়ে দিলে পানি যে গড়ায়, মধ্যম ছাড়িতে তাতে পানি রাখা যায়। শেষ বর্ণ ছাড় যদি জ্ঞানের মশাল, ইহা বিনা ধরাতলে সকলি বেতাল।


 উঃ–জানালা



 ** তিন অক্ষরে নাম ভাই আছে দুনিয়ায়, শেষের অক্ষর বাদ দিলে ভাই, বাংলায় অর্থ তৈরি হতে হয়।


 উঃ—রেডিও



 ** তিন বর্ণে নাম যার অনেকেই খায়, পেট কেটে দিলে তার তাক হয়ে যায়। শেষ বর্ণ বিহনে সেজে পিতলেতে রয়, বলো নবীন ভাই-বোনেরা কোন সে বস্তু হয়।


 উঃ—তামাক।



 ** রজনীতে জম্ম তার দিবসে মরণ, বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ, ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন, হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।


 উঃ–তারা



 ** তোমার বৌ তুমি গেলে দেয় না, কিন্তু আমি গেলে দেয়।


 উঃ–ঘোমটা।



 ** রাতের নিঝুম পথে কে চলেছে ছুটে, রয়েছে কাছে অনেক টাকা পাছে বা কেউ লুটে


 উঃ—রানার।



 **. তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলতো দেহি কোন দেশেতে সূর্য ওঠে মাঝ রাতেতে।


 উঃ–নরওয়ে।



 ** রাঙ্গা বিবি জামা গায়, কাটিলে বিবি দুই খান হয়।


 উঃ—মসুরির ডাল।



 ** অন্ধ নদী পিছল পথ হয়না দিন, সদা রাত, নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম।


 উঃ—পেট।



 ** রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে, তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।


 উঃ—চোর।



 ** আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।


 উঃ—মেঘের ডাক ও বিজলী।



 ** কোন প্রাণী বল দেহি ছয় ছয় পায়ে হাঁটে, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে গাটে।


 উঃ—পিঁপড়া।



 ** আল্লাহর তৈরী পথ, সাত রঙ্গে সৃষ্টি, কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি।


 উঃ—রংধনু।



 ** আল্লাহর তৈরী রাস্তা, তৈরি মানুষের সাধ্য নেই। হরেক রকম নাম তার বলোতো কি জিনিষ তা?


 উঃ—রংধনু।



 ** আল্লাহর কি কুদরত, লাঠির মধ্যে শরবত।


 উঃ—ইক্ষু।



 ** আকাশে ঝিকিমিকি, চৌতালায় তার বাস। তাকে আবার, মানুষের খাইতে বড় আশা।


 উঃ—হুক্কা।



 ** আকাশে থাকে, অতশে নেই, নাম কী তার বল তো ভাই?


 উঃ—ক।

ভালোবাসার ধাঁধা উত্তর সহ

** অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।


 উত্তরঃ লবণ



 ** ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।



 উত্তরঃ তালাচাবি

 ** বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।


 উত্তরঃ সিঁদুর



 ** ঢোকেনা, তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?


 উত্তরঃ হাতের চুড়ি



 ** আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে ।


 উত্তরঃ গাভির দুধ



 ** ঘসা দিলে মিটে আশা নইলে পড়ে সব নিরাশা ।


 উত্তরঃ ম্যাচ



 ** বুড়োদের ন’বার ছ’বার ছোকরাদের একবার ।


 উত্তরঃ সুই সুতা পরান



 ** ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েছরে পড়ে আঠা, বল, কি বুঝেছিস বেটা?


 উত্তরঃ দোয়াত, কলম কালি



 ** দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।


 উত্তরঃ যাতি দ্বারা সুপারি কাটা



 ** হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।


 উত্তরঃ শার্ট



 ** পাচ বেটায় ধরে, বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।


 উত্তরঃ ভাত খাওয়া



 ** এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।


 উত্তরঃ দরজার খিল



 ** চিৎ করে ফেলে উপর করে এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।


 উত্তরঃ গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা



 ** দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।


 উত্তরঃ খেজুর গাছ থেকে রস পড়া



 ** জামাই এল কাজে বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।


 উত্তরঃ গাই দোহান



 ** শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ।


 উত্তরঃ দরজার খিল



 ** গলা জরিয়ে আসে রসিক যুবতী কোমরে বসায়ে সমতনে বসতি । উত্তরঃ কলসি



 ** বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী ।


 উত্তরঃ নাটাই সুতা



 **। মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল । উত্তরঃ হুক্কা

হট ধাঁধা উত্তর সহ

** এক ঘরে জম্ম হয়, দুই সহোদর ভাই। মানুষের শরীর মাঝে, এর দেখা পাই।


 উঃ—চোখ।



 ** এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা।


 উঃ—হাতের পাঁচ আঙ্গুল।



 ** লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম।


উঃ—মন।



 ** একই দামের শাড়ি, পরে দুইটি মেয়ে যায়। শাড়ি দুইটির দাম কতো? সম্পর্কটা জানা চাই।


 উঃ—দুই সতীন।



 ** একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে। আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।


 উঃ—ছায়া।



 ** একটুখানি পুস্কনি, পানি টলমল করে। রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে।


 উঃ—চোখ।



 ** একটি গাছের বাঁট নাই, তবু দুগ্ধ হয় প্রচুর। দোহনকালে থাকে নাকো, তার নিকটে বাছুর।


 উঃ—তালগাছ।



 ** একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে, হবে চাষী ভাই।


 উঃ—বলদ।



 ** একটি অক্ষর শিক্ষকে আছে, পন্ডিতে নেই। কাননে আছে, বাগানে নেই।


 উঃ—ক।



 ** এতো ভালো বিছানা, কেউ যেন বসে না।


 উঃ—পানি।



 ** এখান থেকে ফেললাম ছুরি, বাঁশ কাটলাম আড়াই কুড়ি। বাঁশের মধ্যে গোটা গোটা, আমার বাড়ী চল্লিশ কোটা। কোঠার উপর কোট জমি, তার মধ্যে আছে এক রাণী।


 উঃ—মৌমাছি।



 ** ওপারেতে বুড়ি মারল, এপারেতে গন্ধ এলো।


 উঃ—কাঠাল।



 ** ওল্টে যদি দাও মোরে হয়ে যাবো লতা। কে আমি ভেবে চিনতে বলে ফেলো তা।


 উঃ—তাল।



 ** কোন ফলের বীজ হয় না, বলো দেখি দাদা, না পারলে লোকে তোমায় বলবে আস্ত গাধা।


 উঃ—সবরি কলা।



 ** কোন সে রসিক চাঁন, নাকে বসে ধরে কান??


 উঃ—চশমা।



 ** কোন শহর খুলতে মানা, তা কি তোমার আছে জানা।


 উঃ—খুলনা।



 ** কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল, ভাবতে গেলে তার কথা, পণ্ডিতের হয় ভুল?


 উঃ—চালতা।



 ** কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা। বলতে না পারলে, হবে তুমি গাধা।


 উঃ—নারিকেল।



 ** কোন ব্যাংকে টাকা থাকে না। ধার কখনো পাওয়া যায় না।


 উঃ—ব্লাডব্যাংক।



 ** কোন গাছেতে হয় না ফুল, আছে শুধু গন্ধ। গাছ তলাতে গেলে পরে, সবাই পাবে গন্ধ।


 উঃ—চন্দন।



 **. কোমর ধরে শুইয়ে দাও, কাজ যা করার করে নাও।


 উঃ—শিল নোড়া।

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

(১) এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছায় খাই।


 উত্তরঃ ঝাঁটা।



 (২) সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?


 উত্তরঃ গুই-সাপ।



 (৩) জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।


 উত্তরঃ হুঁকো।



 (৪) কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।


 উত্তরঃ মাটির হাড়ি।



 (৫) আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।


 উত্তরঃ মামা।



 (৬) দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।


 উত্তরঃ সন্দেশ।



 (৭) কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।


 উত্তরঃ লবণ।



 (৮) চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।


 উত্তরঃ পালকি।



 (৯) যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।

v উত্তরঃ বাদুর।



 (১০) ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।


 উত্তরঃ সূর্য।



 (১১) হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।


 উত্তরঃ লজ্জাবতী লতা।



 (১২) সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।


 উত্তরঃ মেঘ।



 (১৩) এই দেখি এই নাই তার আগে আগুন নাই।


 উত্তরঃ বিদ্যুৎ।



 (১৪) চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।


 উত্তরঃ পেঁয়াজ।



 (১৫) তি অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।


 উত্তরঃ তামাক।



 (১৬) তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।


 উত্তরঃ কাঁঠাল।



 (১৭) তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।


 উত্তরঃ কমলা।



 (১৮) কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।


 উত্তরঃ কলা।



 (১৯) উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।


 উত্তরঃ পেস্তাগাছ।



 (২০) জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।


 উত্তরঃ লবণ।



 (২১) বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।


 উত্তরঃ আনারস।



 (২২) ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।


 উত্তরঃ মশারি।

অংকের ধাঁধা উত্তর সহ

(৩৭৫) একটি খালি ঝুড়িতে কয়টি ডিম রাখা যাবে?


 উত্তরঃ এক ঝুড়ি।



 (৩৭৬) ৩০ থেকে কয়বার ৬ নেয়া যায়?


 উত্তরঃ ৫বার।



 (৩৭৭) ১ থেকে ১০০ এর মাঝে কয়বার ৯ আছে ?


 উত্তরঃ এক বার।



 (৩৭৮) আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়িয়ে চালিয়ে যাচ্ছেন,যখন আপনি একটি বাসস্টপ পার হবেন তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন একজন বৃদ্ধা যাঁকে দেখে মনে হচ্ছে তিনি মৃত্যুপথযাত্রী। একজন পুরনো বন্ধু যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিলেন। একজন উপযুক্ত জীবনসঙ্গী যার স্বপ্ন ই আপনি দেখেন। আপনার গাড়িতে শুধুমাত্র একজন যাত্রী উঠার ব্যবস্হা আছে। এখন আপনি কাকে বেছে নেবেন? সংকেত: আপনি সবাইকেই খুশি করতে পারেন। আপনার গাড়ি শুধুমাত্র একজন যাত্রী-ই বহন করতে পারে। তো এটা কে হবে?


 উত্তর: অবশ্যই বৃদ্ধাকে!আপনি বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে চাবিটা দিয়ে দিবেন আপনার বন্ধুকে আর আপনার স্বপ্নের মানুষের সাথে বাসের জন্য অপেক্ষা করবেন।



 (৩৭৯) উড়ো-ফোনকল থেকে তথ্য পেয়ে পুলিশ একজন খুনের আসামিকে ধরতে একটি বাড়িতে তল্লাশি করতে গেল। তারা জানত না সে দেখতে কেমন,কিন্তু এটা জানত যে তার নাম জন(John) এবং সে এই বাড়ির ভিতরেই আছে। পুলিশরা ভিতরে ঢুকেই দেথতে পেল একজন ছুতার মিস্ত্রী,একজন লরি ড্রাইভার,একজন মেকানিক এবং একজন ফায়ারম্যান একসঙ্গে বসে পোকার(এক প্রকারের তাস) খেলছে। কোনো প্রকার দ্বিধা বা কথাবার্তা ছাড়াই তারা তাৎক্ষণিকভাবে ফায়ারম্যানকে অ্যারেস্ট করল। তারা কিভাবে বুঝতে পারল যে তারা সঠিক লোককেই ধরেছে? সংকেত: পুলিশ শুধু দুটো জিনিষ-ই জানে,যে অপরাধীর নাম জন এবং সে একটি নির্দিষ্ট বাড়িতেই আছে


 উত্তর:ফায়ারম্যানটি হলো রুমের একমাত্র পুরুষ। বাকি সব পোকার খেলোয়াড়েরা মহিলা।



 (৩৮০) একজন মানুষ একটি আপার্টম্যান্টের সবচেয়ে উপরতলায় থাকেন। প্রতিদিন সকালে তিনি লিফটে করে নিচে নামেন এবং বিল্ডিং থেকে বের হয়ে যান। ফেরার সময়,সে লিফটে কেবল অর্ধেক উঠতে পারে এবং বাকিটা তাকে হেঁটে যেতে হয়-যদি না বাইরে বৃষ্টি হয়। এর ব্যাখ্যা/কারণ কি? সংকেত:সে অনেক অহংকারী তাই সে কখনোই সাহায্য চায় না।


 উত্তর:মানুষটি খুবই বেঁটে। সে লিফটের সবচেয়ে উপরের সুইচটি পর্যন্ত নাগাল পায় না। কিন্তু সে ইচ্ছা করলে কাউকে বলতে পারে তার জন্য সুইচটি চেপে দিতে। সে তার ছাতা দিয়েও সুইচটি চাপতে পারে।



 (৩৮১) কিভাবে একটি বাচ্চা একটি বিশতলা বিল্ডিং থেকে মাটিতে পরেও জীবিত থাকতে পারে? সংকেত:বাচ্চাটি কোথায় পরেছে সেটা কোনো ব্যপার না এবং এখানে ভাগ্যের ও কোনো হাত নেই।


 উত্তর:বাচ্চাটি নিচতলার জানালা দিয়ে পরেছে।



 (৩৮২) দুষ্টছেলে বাব্বিকে তার মা সাবধান করে দিয়েছিল যেন সে কখনো সেলারের দরজা না খোলে। যদি সে এটা খোলে তাহলে সে এমন জিনিষ দেখবে যা তার দেখার কথা নয়। একদিন যখন তার মা বাইরে গেল,সে সেলারের দরজাটি খুলল। সে কি দেখেছিল? সংকেত:তার মা অদ্ভূত ধরনের মহিলা।


 উত্তর:যথন দুষ্টছেলে বাব্বি সেলারের দরজা থুলল,সে তাদের লিভিং রুম এবং ঐরুমের জানালা দিয়ে বাইরের বাগান দেখতে পেল। সে আগে কখনো এসব দেখেনি কারণ তার মা তাকে সারাজীবন ঐ সেলারেই আটকে রেখেছিল।



 (৩৮৩) এক ব্যক্তি আর তার ছেলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লোকটি নিহত হয়েছে আর ছেলেটিকে গুরুতর আহত অবস্হায় হাসপাতালে নেয়া হলো। সেখানে যাবার পর ডাক্তার বলল আমি এই ছেলের অপারেশন করতে পারব না। কারণ সে আমার ছেলে। এটি কিভাবে সম্ভব? সংকেত:এর সাথে দত্তক নেয়া বা সময় পরিভ্রমণের কোনো সম্পর্ক নেই।


 উত্তর:ডাক্তার তার নিজের ছেলের উপর অপারেশন করতে পারবেন না। কারণ ডাক্তার ছেলেটির মা।



 (৩৮৪) একটি ঝুড়িতে ছয়টি ডিম আছে। ছয়জন মানুষ প্রত্যেকে একটি করে ডিম নিয়ে গেল। কিন্তু ঝুড়িতে একটি ডিম এখন ও অবশিষ্ট আছে। এটা কিভাবে হয়? সংকেত:এই ধাঁধা র একটি বিকল্প রূপ হলো সারাধি,নিক এবং টেড একটি র্যাফল কনটেস্ট জিতেছে পুরস্কার হলো একটি ঝুড়িতে তিনটি সিদ্ধডিম। তারা পুরস্কার ভাগের ব্যপারে আলোচনা করে প্রত্যেকে একটি করে ডিম নিল। নিক ও টেড ক্ষুধার্ত ছিল তাই তারা তাদের ডিমগুলো খেয়ে ফেলল। কিন্তু একটা ডিম তখনো সেই ঝুড়িতেই রয়ে গেল।


উত্তর: শেষ জন শেষ ডিমটি সহ-ই ঝুড়িটি নিয়ে গিয়েছিল।



 (৩৮৫)একটি লোক একটি বারে ঢুকে এক গ্লাস পানি চাইল। বারটেন্ডার তাকে পানি দিল,কিন্তু লোকটি বলল যে পানিটি দিয়ে কিছুই হচ্ছে না। বারটেন্ডার একমিনিটের জন্য ভাবল এবং একটি পিস্তল বের করে তার দিকে পয়েন্ট করে ধরল। লোকটি বলল,ধন্যবাদ এবং বের হয়ে গেল। সংকেত:অনুগ্রহ করে এটি বাড়িতে চেষ্টা করবেন না।


 উত্তর: লোকটির হেঁচকি উঠেছিল। বারটেন্ডারটি পিস্তল টেনে ভয় দেখিয়ে তার হেঁচকি দূর করে দিয়েছিল। একজন কলম্বিয়ান এভাবে ভয় দেখিয়ে হেঁচকি দূর করার জন্য তার ভাতিজার দিকে রিভলবার ধরেছিল। কিন্তু দুর্ঘটনাবশত লোকটি তাকে গুলি করে মেরে ফেলেছিল। -২৪ জানুয়ারী,২০০৬ তারিখে ক্যারিবীয়ান বাররানক্বুইল্লা পোর্ট সিটির পুলিশ বলেছে। পুলিশ আরো বলে,২১বছর বয়সের ইউনিভার্সিটি পড়ুয়া ডেভিড গ্যালভানকে ঘাড়ে গুলি করার পর,তার চাচা,রাফায়েল ভার্গাস(৩৪) এতই বিক্ষিপ্ত হয়ে পড়ে যে সে পিস্তলটি তার দিকে তাক করে আত্নহত্যা করে। ঘটনাটি ঘটে এক রবিবার রাতে,তখন তারা দুজন প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিল। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় টেলিভিশনে বলে: গ্যালভানের হেঁচকি শুরু হয় এবং ভার্গাস,যে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে,বলে যে সে ভয় দেখিয়ে মুহূর্তেই হেঁচকি দূর করে দিতে পারবে। সে তার পিস্তলটি বের করে গ্যালভানের দিকে তাক করে এবং দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়। তারা ড্রিংক করছিল কিন্তু কি ঘটছিল তা সম্পর্কে তারা অবগত ছিল-একজন প্রত্যক্ষদর্শী বলে।



 (৩৮৬)এক জায়গায় এক নিঃসঙ্গ লোক ছিল যে কখনো তার বাড়ি ছেড়ে যেত না। শুধুমাত্র তার খাবার ও যাবতীয় জিনিস পৌঁছে দেয়া ছাড়া কখনো তার সাথে কেউ দেখাও করতে আসত না। কিন্তু তারাও কথনো ভিতরে আসত না। এরপর,এক ঝড়ের রাতে যখন প্রবল হাওয়া বইছিল,সে হঠাত্ স্নায়ুবিক চাপ অনুভব করে। সে সিড়িঁ দিয়ে উপরে ওঠে,লাইট নিভায় এবং শুয়ে পড়ে। পরদিন সকালে,তার কারণে কয়েক'শ মানুষের মৃত্যু হয়। কিভাবে? সংকেত:এটি খুব সম্বভবত ১৮৬২ থেকে ১৯৯০ এর ভিতরে ঘটেছিল।


 উত্তর:সে ছিল লাইটহাউসের রক্ষক যে লাইটহাউসটির ই সুইচ বন্ধ করে দিয়েছিল। কার্বনের চাপের মধ্যে বৈদ্যুতিক আলোক দীপ্তিযুক্ত ল্যাম্প সর্বপ্রথম ব্যবহৃত হয় লাইটহাউসের কাজে,অনেক আগে থেকে, এমনকি তখনো তেলের ল্যাম্পের প্রথা জনপ্রিয় ছিল। এগুলো মধ্যে প্রথম ছিলো ১৮৬২সালে ইংল্যান্ডের ডানজেনেসে। এরপর আরো অনেক জায়গায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে,সুইডিশ উদ্ভাবক গুস্তাভ দাহলেন এ.জি.এ লাইটহাউস আবিষ্কার করেন যা কিনা লাইটহাউস রক্ষীদের অপ্রয়োজনীয় করে তোলে। তারপরও,আরে বহু বছর লাইটহাউসগুলোতে রক্ষী ছিল,কারণ লাইটহাউসের রক্ষীরা দরকারের সময় উদ্ধারকাজেও সহায়তা করতে পারবে। নৌ-চালনা বিষয়ক বিদ্যা এবং নিরাপত্তা ব্যবস্হার উন্নতা যেমন জি.পি.এস,আমাদেরকে অ-স্বয়ংক্রিয় লাইটহাউস ব্যবস্হা থেকে বের করে এনেছে। ফলস্বরূপ ১৯৯০ সালে শেষ রক্ষীটিও বিদায় হয়ে যায়। বর্তমানে অল্পকিছু রক্ষী-চালিত লাইটহাউস রয়ে গেছে। বেশিরভাগই অবশ্য পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে।



 (৩৮৭)অনেক দোকানে দাম নির্ধারণ করার সময় পূর্ণসংখ্যা না নিয়ে তার খুবই কাছের কোনো দশমিক সংখ্যা নেয়া হয়। যেমন, $১০.০০ এর পরিবর্তে $৯.৯৯ অথবা, $১০০.০০ এর পরিবর্তে $৯৯.৯৫। ধারণা করা হয়,এটি করলে ক্রেতার কাছে দামটি তুলনামূলক কম মনে হয়। কিন্তু,এই কারণেই এই পদ্ধতির প্রচলন শুরু হয়নি। দাম নির্ধারণের এই পদ্ধতি চালু হবার পিছনে প্রধান কারণ কি ছিল?


উত্তর: এই পদ্ধতি প্রচলের পিছনে প্রধান কারণ ছিল,যেন প্রত্যেক লেনদের সময় দোকানিকে ক্যাশবক্স খুলে ভাংতি দিতে হয়। এর ফলে প্রত্যেক বিক্রয়ের রেকর্ড থেকে যাবে এবং দোকানি টাকা চুরি করতে পারবে না।



 (৩৮৮) গোলাকার ম্যানহোলের ঢাকনা চারকোনা ঢাকনার চেয়ে বেশি উপযোগী কেন?


 উত্তর:গোলাকার ঢাকনা কখনোই চারকোনাগুলোর মতো ম্যানহোলের ভিতরে পরবে না।



 (৩৮৯) পৃথিবীর প্রথম ডাকটিকেট হিসেবে খ্যাত পেনি ব্ল্যাক ১৮৪০ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়। ডাকটিকেটের ধারণাটি খুবই সফল হয়েছিল বিধায় এটি বিশ্বব্যাপী প্রচলিত হয়ে যায়। অথচ পেনি ব্ল্যাক মাত্র এক বছর ব্যবহৃত হয় এরপর এটি পেনি রেড দ্বারা প্রতিস্থাপিত হয়। কেন? সংকেত:এই কারণটি কিন্তু এখনও আছে। তাই,কালো ডাকটিকেট সচরাচর দেখা যায় না।


উত্তর:তখন পোস্টঅফিসে সবসময় কালো সিলমোহর ব্যবহার করা হতো। তাই টিকেটটি কি ব্যবহৃত কি না তা বোঝাটা কঠিন হয়ে পরে। তখন লোকজন সেইসব ডাকটিকেট পুর্নব্যবহার করা শুরু করে। পেনি রেডএর মধ্যে সিলটি পরিষ্কারভাবে দেখা যেত।



 (৩৯০) ধরুন,পৃথিবীতে আনুমানিক ৫,০০০,০০০,০০০(পাঁচ বিলিয়ন) মানুষ আছে। যদি প্রত্যেক মানুষের বাম হাতের আঙ্গুলের সংখ্যা একত্রে গুণ করা হয়,তবে সংখ্যাটি কত হবে বলে আপনি মনে করেন?


উত্তর: প্রত্যেক মানুষের বামহাতের মোট আঙ্গুলের সংখ্যার গুণফল হবে শূন্য। কারণ,শুধুমাত্র একজন মানুষেরও যদি বামহাতে কোনো আঙ্গুল না থাকে,তাহলেই গুণফল শূন্য হয়ে যাবে। কেননা যেকোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল শূন্য ই হবে।



 (৩৯১) কোকোনাট গ্রোভ নামে এক আমেরিকান নাইটক্লাবে একবার ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০০ এরও বেশি মানুষ মারা যায়। একটি অতিসাধারণ ডিজাইন ব্যবস্হার কারণে মৃত্যুর সংখ্যা এত বেশি হয়েছিল। পরবর্তীকালে নিয়ম পরিবর্তন করে নিশ্চিত করা হয় যেন সার্বজনীন বিল্ডিংগুলোতে এই মারাত্নক দিকটি পরিহার করা হয়। এটি কি ছিল?


উত্তর:কোকোনাট গ্রোভে-র দরজাগুলো ভিতরের দিকে খুলতে হতো। আগুন থেকে রক্ষা পাবার জন্য আতন্কে সবাই দরজার কাছে জড়ো হয়ে ঘেঁষে দাঁড়িয়েছিল। এ কারণে তারা দরজা টেনে খুলতে পারছিল না। ১৯৪২ সালে কোকোনাট গ্রোভ দুর্যোগের পর,জনসাধারণের জন্য উন্মক্ত সব বিল্ডিং এর দরজাই বাহিরের দিকে খোলার উপযোগী করে তৈরী করা হয়।



 (৩৯২) চোরাচালানীর একটা নৌকা থেকে একজন লোক গভীর পানিতে পড়ে গিয়েছিল। সে সাঁতার কাটতে পারত না এবং সে নিজেকে ভাসিয়ে রাখার জন্য কিছু পরেও ছিল না। ৩০মিনিট পর নৌকার লোকজন টের পেল যে একজনকে পাওয়া যাচ্ছে না। তখন তারা নৌকা নিয়ে ফিরে গেল এবং প্রায় দুই ঘন্টা পর লোকটিকে উদ্ধার করলো। সে ডুবে গেল না কেন? সংকেত:যদিও সে একটি সাধারণ পুলেও কিছু না ধরে ভেসে থাকতে পারত না,কিন্তু ঐ পানিতে সে নিজ থেকেই ভেসে ছিল।


উত্তর:সে ইসরায়েল এবং জর্ডানের মাঝে অবস্হিত ডেড সি (মৃত সমুদ্র)-তে পড়েছিল। সেখানে পানি এতই লবণাক্ত ও ঘন যে ওখানে যে কেউই খুব সহজে ভেসে থাকতে পারবে। নোট: ডেড সি এর সর্বোচ্চ গভীরতা ১২৩৭

বাচ্চাদের ধাঁধা উত্তর সহ


(৩৭৫) একটি খালি ঝুড়িতে কয়টি ডিম রাখা যাবে?


 উত্তরঃ এক ঝুড়ি।



 (৩৭৬) ৩০ থেকে কয়বার ৬ নেয়া যায়?


 উত্তরঃ ৫বার।



 (৩৭৭) ১ থেকে ১০০ এর মাঝে কয়বার ৯ আছে ?


 উত্তরঃ এক বার।



 (৩৭৮) আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়িয়ে চালিয়ে যাচ্ছেন,যখন আপনি একটি বাসস্টপ পার হবেন তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন একজন বৃদ্ধা যাঁকে দেখে মনে হচ্ছে তিনি মৃত্যুপথযাত্রী। একজন পুরনো বন্ধু যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিলেন। একজন উপযুক্ত জীবনসঙ্গী যার স্বপ্ন ই আপনি দেখেন। আপনার গাড়িতে শুধুমাত্র একজন যাত্রী উঠার ব্যবস্হা আছে। এখন আপনি কাকে বেছে নেবেন? সংকেত: আপনি সবাইকেই খুশি করতে পারেন। আপনার গাড়ি শুধুমাত্র একজন যাত্রী-ই বহন করতে পারে। তো এটা কে হবে?


উত্তর: অবশ্যই বৃদ্ধাকে!আপনি বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে চাবিটা দিয়ে দিবেন আপনার বন্ধুকে আর আপনার স্বপ্নের মানুষের সাথে বাসের জন্য অপেক্ষা করবেন।



 (৩৭৯) উড়ো-ফোনকল থেকে তথ্য পেয়ে পুলিশ একজন খুনের আসামিকে ধরতে একটি বাড়িতে তল্লাশি করতে গেল। তারা জানত না সে দেখতে কেমন,কিন্তু এটা জানত যে তার নাম জন(John) এবং সে এই বাড়ির ভিতরেই আছে। পুলিশরা ভিতরে ঢুকেই দেথতে পেল একজন ছুতার মিস্ত্রী,একজন লরি ড্রাইভার,একজন মেকানিক এবং একজন ফায়ারম্যান একসঙ্গে বসে পোকার(এক প্রকারের তাস) খেলছে। কোনো প্রকার দ্বিধা বা কথাবার্তা ছাড়াই তারা তাৎক্ষণিকভাবে ফায়ারম্যানকে অ্যারেস্ট করল। তারা কিভাবে বুঝতে পারল যে তারা সঠিক লোককেই ধরেছে? সংকেত: পুলিশ শুধু দুটো জিনিষ-ই জানে,যে অপরাধীর নাম জন এবং সে একটি নির্দিষ্ট বাড়িতেই আছে


উত্তর:ফায়ারম্যানটি হলো রুমের একমাত্র পুরুষ। বাকি সব পোকার খেলোয়াড়েরা মহিলা।



 (৩৮০) একজন মানুষ একটি আপার্টম্যান্টের সবচেয়ে উপরতলায় থাকেন। প্রতিদিন সকালে তিনি লিফটে করে নিচে নামেন এবং বিল্ডিং থেকে বের হয়ে যান। ফেরার সময়,সে লিফটে কেবল অর্ধেক উঠতে পারে এবং বাকিটা তাকে হেঁটে যেতে হয়-যদি না বাইরে বৃষ্টি হয়। এর ব্যাখ্যা/কারণ কি? সংকেত:সে অনেক অহংকারী তাই সে কখনোই সাহায্য চায় না।


উত্তর:মানুষটি খুবই বেঁটে। সে লিফটের সবচেয়ে উপরের সুইচটি পর্যন্ত নাগাল পায় না। কিন্তু সে ইচ্ছা করলে কাউকে বলতে পারে তার জন্য সুইচটি চেপে দিতে। সে তার ছাতা দিয়েও সুইচটি চাপতে পারে।



 (৩৮১) কিভাবে একটি বাচ্চা একটি বিশতলা বিল্ডিং থেকে মাটিতে পরেও জীবিত থাকতে পারে? সংকেত:বাচ্চাটি কোথায় পরেছে সেটা কোনো ব্যপার না এবং এখানে ভাগ্যের ও কোনো হাত নেই।


উত্তর:বাচ্চাটি নিচতলার জানালা দিয়ে পরেছে।



 (৩৮২) দুষ্টছেলে বাব্বিকে তার মা সাবধান করে দিয়েছিল যেন সে কখনো সেলারের দরজা না খোলে। যদি সে এটা খোলে তাহলে সে এমন জিনিষ দেখবে যা তার দেখার কথা নয়। একদিন যখন তার মা বাইরে গেল,সে সেলারের দরজাটি খুলল। সে কি দেখেছিল? সংকেত:তার মা অদ্ভূত ধরনের মহিলা।


উত্তর:যথন দুষ্টছেলে বাব্বি সেলারের দরজা থুলল,সে তাদের লিভিং রুম এবং ঐরুমের জানালা দিয়ে বাইরের বাগান দেখতে পেল। সে আগে কখনো এসব দেখেনি কারণ তার মা তাকে সারাজীবন ঐ সেলারেই আটকে রেখেছিল।



 (৩৮৩) এক ব্যক্তি আর তার ছেলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লোকটি নিহত হয়েছে আর ছেলেটিকে গুরুতর আহত অবস্হায় হাসপাতালে নেয়া হলো। সেখানে যাবার পর ডাক্তার বলল আমি এই ছেলের অপারেশন করতে পারব না। কারণ সে আমার ছেলে। এটি কিভাবে সম্ভব? সংকেত:এর সাথে দত্তক নেয়া বা সময় পরিভ্রমণের কোনো সম্পর্ক নেই।


উত্তর:ডাক্তার তার নিজের ছেলের উপর অপারেশন করতে পারবেন না। কারণ ডাক্তার ছেলেটির মা।



 (৩৮৪) একটি ঝুড়িতে ছয়টি ডিম আছে। ছয়জন মানুষ প্রত্যেকে একটি করে ডিম নিয়ে গেল। কিন্তু ঝুড়িতে একটি ডিম এখন ও অবশিষ্ট আছে। এটা কিভাবে হয়? সংকেত:এই ধাঁধা র একটি বিকল্প রূপ হলো সারাধি,নিক এবং টেড একটি র্যাফল কনটেস্ট জিতেছে পুরস্কার হলো একটি ঝুড়িতে তিনটি সিদ্ধডিম। তারা পুরস্কার ভাগের ব্যপারে আলোচনা করে প্রত্যেকে একটি করে ডিম নিল। নিক ও টেড ক্ষুধার্ত ছিল তাই তারা তাদের ডিমগুলো খেয়ে ফেলল। কিন্তু একটা ডিম তখনো সেই ঝুড়িতেই রয়ে গেল।


উত্তর: শেষ জন শেষ ডিমটি সহ-ই ঝুড়িটি নিয়ে গিয়েছিল।



 (৩৮৫)একটি লোক একটি বারে ঢুকে এক গ্লাস পানি চাইল। বারটেন্ডার তাকে পানি দিল,কিন্তু লোকটি বলল যে পানিটি দিয়ে কিছুই হচ্ছে না। বারটেন্ডার একমিনিটের জন্য ভাবল এবং একটি পিস্তল বের করে তার দিকে পয়েন্ট করে ধরল। লোকটি বলল,ধন্যবাদ এবং বের হয়ে গেল। সংকেত:অনুগ্রহ করে এটি বাড়িতে চেষ্টা করবেন না। উত্তর: লোকটির হেঁচকি উঠেছিল। বারটেন্ডারটি পিস্তল টেনে ভয় দেখিয়ে তার হেঁচকি দূর করে দিয়েছিল। একজন কলম্বিয়ান এভাবে ভয় দেখিয়ে হেঁচকি দূর করার জন্য তার ভাতিজার দিকে রিভলবার ধরেছিল। কিন্তু দুর্ঘটনাবশত লোকটি তাকে গুলি করে মেরে ফেলেছিল। -২৪ জানুয়ারী,২০০৬ তারিখে ক্যারিবীয়ান বাররানক্বুইল্লা পোর্ট সিটির পুলিশ বলেছে। পুলিশ আরো বলে,২১বছর বয়সের ইউনিভার্সিটি পড়ুয়া ডেভিড গ্যালভানকে ঘাড়ে গুলি করার পর,তার চাচা,রাফায়েল ভার্গাস(৩৪) এতই বিক্ষিপ্ত হয়ে পড়ে যে সে পিস্তলটি তার দিকে তাক করে আত্নহত্যা করে। ঘটনাটি ঘটে এক রবিবার রাতে,তখন তারা দুজন প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিল। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় টেলিভিশনে বলে: গ্যালভানের হেঁচকি শুরু হয় এবং ভার্গাস,যে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে,বলে যে সে ভয় দেখিয়ে মুহূর্তেই হেঁচকি দূর করে দিতে পারবে। সে তার পিস্তলটি বের করে গ্যালভানের দিকে তাক করে এবং দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়। তারা ড্রিংক করছিল কিন্তু কি ঘটছিল তা সম্পর্কে তারা অবগত ছিল-একজন প্রত্যক্ষদর্শী বলে। (৩৮৬)এক জায়গায় এক নিঃসঙ্গ লোক ছিল যে কখনো তার বাড়ি ছেড়ে যেত না। শুধুমাত্র তার খাবার ও যাবতীয় জিনিস পৌঁছে দেয়া ছাড়া কখনো তার সাথে কেউ দেখাও করতে আসত না। কিন্তু তারাও কথনো ভিতরে আসত না। এরপর,এক ঝড়ের রাতে যখন প্রবল হাওয়া বইছিল,সে হঠাত্ স্নায়ুবিক চাপ অনুভব করে। সে সিড়িঁ দিয়ে উপরে ওঠে,লাইট নিভায় এবং শুয়ে পড়ে। পরদিন সকালে,তার কারণে কয়েক'শ মানুষের মৃত্যু হয়। কিভাবে? সংকেত:এটি খুব সম্বভবত ১৮৬২ থেকে ১৯৯০ এর ভিতরে ঘটেছিল।


উত্তর:সে ছিল লাইটহাউসের রক্ষক যে লাইটহাউসটির ই সুইচ বন্ধ করে দিয়েছিল। কার্বনের চাপের মধ্যে বৈদ্যুতিক আলোক দীপ্তিযুক্ত ল্যাম্প সর্বপ্রথম ব্যবহৃত হয় লাইটহাউসের কাজে,অনেক আগে থেকে, এমনকি তখনো তেলের ল্যাম্পের প্রথা জনপ্রিয় ছিল। এগুলো মধ্যে প্রথম ছিলো ১৮৬২সালে ইংল্যান্ডের ডানজেনেসে। এরপর আরো অনেক জায়গায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে,সুইডিশ উদ্ভাবক গুস্তাভ দাহলেন এ.জি.এ লাইটহাউস আবিষ্কার করেন যা কিনা লাইটহাউস রক্ষীদের অপ্রয়োজনীয় করে তোলে। তারপরও,আরে বহু বছর লাইটহাউসগুলোতে রক্ষী ছিল,কারণ লাইটহাউসের রক্ষীরা দরকারের সময় উদ্ধারকাজেও সহায়তা করতে পারবে। নৌ-চালনা বিষয়ক বিদ্যা এবং নিরাপত্তা ব্যবস্হার উন্নতা যেমন জি.পি.এস,আমাদেরকে অ-স্বয়ংক্রিয় লাইটহাউস ব্যবস্হা থেকে বের করে এনেছে। ফলস্বরূপ ১৯৯০ সালে শেষ রক্ষীটিও বিদায় হয়ে যায়। বর্তমানে অল্পকিছু রক্ষী-চালিত লাইটহাউস রয়ে গেছে। বেশিরভাগই অবশ্য পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে।



 (৩৮৭)অনেক দোকানে দাম নির্ধারণ করার সময় পূর্ণসংখ্যা না নিয়ে তার খুবই কাছের কোনো দশমিক সংখ্যা নেয়া হয়। যেমন, $১০.০০ এর পরিবর্তে $৯.৯৯ অথবা, $১০০.০০ এর পরিবর্তে $৯৯.৯৫। ধারণা করা হয়,এটি করলে ক্রেতার কাছে দামটি তুলনামূলক কম মনে হয়। কিন্তু,এই কারণেই এই পদ্ধতির প্রচলন শুরু হয়নি। দাম নির্ধারণের এই পদ্ধতি চালু হবার পিছনে প্রধান কারণ কি ছিল?


উত্তর: এই পদ্ধতি প্রচলের পিছনে প্রধান কারণ ছিল,যেন প্রত্যেক লেনদের সময় দোকানিকে ক্যাশবক্স খুলে ভাংতি দিতে হয়। এর ফলে প্রত্যেক বিক্রয়ের রেকর্ড থেকে যাবে এবং দোকানি টাকা চুরি করতে পারবে না।



 (৩৮৮) গোলাকার ম্যানহোলের ঢাকনা চারকোনা ঢাকনার চেয়ে বেশি উপযোগী কেন?


উত্তর:গোলাকার ঢাকনা কখনোই চারকোনাগুলোর মতো ম্যানহোলের ভিতরে পরবে না।



 (৩৮৯) পৃথিবীর প্রথম ডাকটিকেট হিসেবে খ্যাত পেনি ব্ল্যাক ১৮৪০ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়। ডাকটিকেটের ধারণাটি খুবই সফল হয়েছিল বিধায় এটি বিশ্বব্যাপী প্রচলিত হয়ে যায়। অথচ পেনি ব্ল্যাক মাত্র এক বছর ব্যবহৃত হয় এরপর এটি পেনি রেড দ্বারা প্রতিস্থাপিত হয়। কেন? সংকেত:এই কারণটি কিন্তু এখনও আছে। তাই,কালো ডাকটিকেট সচরাচর দেখা যায় না।


উত্তর:তখন পোস্টঅফিসে সবসময় কালো সিলমোহর ব্যবহার করা হতো। তাই টিকেটটি কি ব্যবহৃত কি না তা বোঝাটা কঠিন হয়ে পরে। তখন লোকজন সেইসব ডাকটিকেট পুর্নব্যবহার করা শুরু করে। পেনি রেডএর মধ্যে সিলটি পরিষ্কারভাবে দেখা যেত।



 (৩৯০) ধরুন,পৃথিবীতে আনুমানিক ৫,০০০,০০০,০০০(পাঁচ বিলিয়ন) মানুষ আছে। যদি প্রত্যেক মানুষের বাম হাতের আঙ্গুলের সংখ্যা একত্রে গুণ করা হয়,তবে সংখ্যাটি কত হবে বলে আপনি মনে করেন?


উত্তর: প্রত্যেক মানুষের বামহাতের মোট আঙ্গুলের সংখ্যার গুণফল হবে শূন্য। কারণ,শুধুমাত্র একজন মানুষেরও যদি বামহাতে কোনো আঙ্গুল না থাকে,তাহলেই গুণফল শূন্য হয়ে যাবে। কেননা যেকোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল শূন্য ই হবে।



 (৩৯১) কোকোনাট গ্রোভ নামে এক আমেরিকান নাইটক্লাবে একবার ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০০ এরও বেশি মানুষ মারা যায়। একটি অতিসাধারণ ডিজাইন ব্যবস্হার কারণে মৃত্যুর সংখ্যা এত বেশি হয়েছিল। পরবর্তীকালে নিয়ম পরিবর্তন করে নিশ্চিত করা হয় যেন সার্বজনীন বিল্ডিংগুলোতে এই মারাত্নক দিকটি পরিহার করা হয়। এটি কি ছিল?


উত্তর:কোকোনাট গ্রোভে-র দরজাগুলো ভিতরের দিকে খুলতে হতো। আগুন থেকে রক্ষা পাবার জন্য আতন্কে সবাই দরজার কাছে জড়ো হয়ে ঘেঁষে দাঁড়িয়েছিল। এ কারণে তারা দরজা টেনে খুলতে পারছিল না। ১৯৪২ সালে কোকোনাট গ্রোভ দুর্যোগের পর,জনসাধারণের জন্য উন্মক্ত সব বিল্ডিং এর দরজাই বাহিরের দিকে খোলার উপযোগী করে তৈরী করা হয়।



 (৩৯২) চোরাচালানীর একটা নৌকা থেকে একজন লোক গভীর পানিতে পড়ে গিয়েছিল। সে সাঁতার কাটতে পারত না এবং সে নিজেকে ভাসিয়ে রাখার জন্য কিছু পরেও ছিল না। ৩০মিনিট পর নৌকার লোকজন টের পেল যে একজনকে পাওয়া যাচ্ছে না। তখন তারা নৌকা নিয়ে ফিরে গেল এবং প্রায় দুই ঘন্টা পর লোকটিকে উদ্ধার করলো। সে ডুবে গেল না কেন? সংকেত:যদিও সে একটি সাধারণ পুলেও কিছু না ধরে ভেসে থাকতে পারত না,কিন্তু ঐ পানিতে সে নিজ থেকেই ভেসে ছিল।


উত্তর:সে ইসরায়েল এবং জর্ডানের মাঝে অবস্হিত ডেড সি (মৃত সমুদ্র)-তে পড়েছিল। সেখানে পানি এতই লবণাক্ত ও ঘন যে ওখানে যে কেউই খুব সহজে ভেসে থাকতে পারবে। নোট: ডেড সি এর সর্বোচ্চ গভীরতা ১২৩৭

Tag:ধাঁধা,ধাঁধা উত্তর সহ ছবি,ধাঁধা উত্তর সহ ১৮+,নোংরা ধাঁধা উত্তর সহ,দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ,কঠিন ধাঁধা উত্তর সহ,ভালোবাসার ধাঁধা উত্তর সহ,হট ধাঁধা উত্তর সহ,বুদ্ধির ধাঁধা উত্তর সহ,অংকের ধাঁধা উত্তর সহ,বাচ্চাদের ধাঁধা উত্তর সহ

Post a Comment

Previous Post Next Post